মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ডগ স্কোয়াডের তল্লাশী

চাঁপাইনবাবগঞ্জে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ডগ স্কোয়াডের তল্লাশী

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশী চালিয়েছে বিজিবি। 

আগামীকালের ভোট নির্বিঘ্ন করতে এই তল্লাশী কার্যাক্রম চালানো হয় বলে জানিয়েছে বিজিবি। 

বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সকাল থেকেই জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে যায় বিজিবি সদস্যরা। এ সময় কেন্দ্রের নিরাপত্তা যাচাইসহ ডগ স্কোয়াড দিয়ে তল্লাশী চালানো হয়। ভোট শুরু পর্যন্ত এ কার্যক্রম চলবে। ভোট কেন্দ্রের পাশাপাশি সড়কের বিভিন্নস্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে বিজিবি। 

এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে এবার জেলার তিনটি আসনে ৫১২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে ৩২৫ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

আরও দেখুন

নলডাঙ্গায় বিদ্যুৎপৃষ্ঠে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা: নাটোরের নলডাঙ্গায় বিদ্যুৎপৃষ্ঠে হাবিবুর রহমান (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। আজ …