শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জীবন মানোন্নয়নের ১৬৭ জনকে বাইসাইকেল বিতরণচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জীবন মানোন্নয়নের ১৬৭ জনকে বাইসাইকেল বিতরণচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জীবন মানোন্নয়নে ১৬৭ জনকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেছে স্থানীয় প্রশাসন।

আজ শনিবার দুপুরে নাচোল উপজেলা পরিষদের আয়োজনে নাচোল উপজেলা পরিষদ মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন অতিথিরা।

নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান, রাজশাহী বিশ্ব বিদল্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, পুলিশ সুপার ছাইদুল হাসান, সিভিল সার্জন ডাঃ এসএম মাহমুদুর রশিদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান সরকারসহ অন্যান্যেরা।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা জানান, বাইসাইকেল পাওয়ায় আমারসহ আমার পরিবারের অনেক উপকার হবে। আগে পায়ে হেটে বা ভ্যানে করে স্কুলে অর্থ খরচ করে যেতে হতো। এখন বাইসাইকেল পাওয়ায় অতিরিক্ত টাকা খরচ হবে না। সময় মতো স্কুল গিয়ে ক্লাস করতে পারবো। বাইসাইকেল পাওয়ায় অনেক আনন্দিত তারা।

এদিকে স্থানীয় প্রশাসকসহ অতিথিরা জানান, এ ধরনের আয়োজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজে লাগবে। আগমীতে এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।

এ অনুষ্ঠানে ১৮৭ জন শিক্ষার্থীদের মাঝে অর্থসহ বিভিন্ন ধরনের উপকরণ প্রদান করা হয়।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …