শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার ও কিডনী রোগীদের মাঝে ৬৪ লক্ষ টাকার চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার ও কিডনী রোগীদের মাঝে ৬৪ লক্ষ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মাঝে ৬৪ লক্ষ টাকা চেক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সমাজসেবা দপ্তরের আয়োজনের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১২৮ জনকে ৬৪ লক্ষ টাকার চেক বিরত করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জ সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সিরাজুম মনির আফতাবি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি।

এদিকে জেলা প্রশাসক এজেডএম নূরুল হক জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৬৪ লক্ষ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় সদর উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন রোগে আক্রান্ত ১২৮ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …