শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে কৃষকের মাঝে শাক-সবজীর বীজ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের মাঝে শাক-সবজীর বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২০-২১ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় স্বল্পমেয়াদী ও মধ্যমেয়াদী শাক ও সবজী উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে শাক-সবজী বীজ বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার সকালে সদর উপজেলা পরিষদের সমানে ৪০ জন কৃষকের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।

কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার। এ সময় ৪০ জন কৃষকের প্রত্যেককে লাল শাক, কলমি, মুমুলা, ডাটা শাক, শশা, লাউ, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ধরনের শাক-সবজীর বীজ প্রদান করা হয়। 

সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমূল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিক আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরামসহ অন্যরা।

এ সময় কৃষি কর্মকর্তা কানিজ তাসনোভা জানান, ‘প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনার অংশ হিসেবে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৩০০ জন কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমের আওতায় ২০২০-২১ অর্থ বছরে পর্যায়ক্রমে এসব শাক ও সবজী বীজ বিতরণ করা হবে। 

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …