নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে ২০১৯-২০ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরে এসব বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিঃ উপ-পরিচালক ইয়াসিন আলী, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার।
এসময় অতিথিরা কৃষকদের বিভিন্ন ধরণের পরার্মশ প্রদান করেন।
পরে সদর উপজেলা চত্বরে ২ হাজার ৯৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫৮.২০ মেট্রিক টন ডিএপি ও ২৯.৭০ মেট্রিক টন এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
এছাড়া ১ হাজার ১০০ জনকে ১ কেজি করে সরিষা, ১ হাজার ৭০০ জনকে ২ কেজি করে ভুট্টা, ৫০ জনকে ১ কেজি করে পেঁয়াজ, ৮০ জনকে ১ কেজি করে শীতকালীন মুগ ও ৪০ জনকে ৫ কেজি করে গ্রীষ্মকালীন মুগের বীজ তুলে দেন অতিথিরা।
আরও দেখুন
নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …