বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জে কিশোরী ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঠিয়াপাড়া গ্রামের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো কামরুল ইসলামের ছেলে নিশান আলী (২২), তরিকুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম জনি (২১), দুরুল ইসলামের ছেলে শামীম রেজা (২২) এবং সেন্টুর ছেলে হিমেল (২৩)। তাদের সকলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাঠিয়াপাড়া গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি আজমুল হোসেন জানান, কিশোরীর সাথে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তাকে ধর্ষন করে গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে নিশান। পরবর্তী বিভিন্ন সময় বন্ধুদের নিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। আর ধর্ষনের ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ফাঁস করার ভয় দেখিয়ে বহুবার ধর্ষণ করে এবং টাকা আদায় করে ভুক্তভুক্তির পরিবারের কাছে। বিষয়টি নিয়ে গতকাল রবিবার ওই কিশোরির বাবা র‌্যাবের কাছে অভিযোগ করলে আজ রাত ২ টার দিকে তাদের নিজ রাড়ি থেকে গ্রেফতার করা হয়। আসামীদের কাছ থেকে মোবাইল, পেনড্রাইভ ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গোমস্তাপুর থানায় তাদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …