মঙ্গলবার , জানুয়ারি ৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষার্থীকে খুঁটির সাথে বেঁধে রেখে লাঞ্চিতের ঘটনায় বিকাশ এজেন্ট মালিককে গ্রেফতার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষার্থীকে খুঁটির সাথে বেঁধে রেখে লাঞ্চিতের ঘটনায় বিকাশ এজেন্ট মালিককে গ্রেফতার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
বিকাশের টাকা তোলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের মল্লিকপুর বাজারে এক কলেজ শিক্ষার্থীকে খুটির সাথে বেঁধে রেখে লাঞ্চিতের ঘটনায় অভিযুক্ত বিকাশ এজেন্ট মালিক আশিকুর রহমান সোহানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মল্লিকপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আজ শনিবার দুপুরে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল উদ্দীন সরদার। গ্রেফতারকৃত আশিকুর রহমান সোহান চাঁপাইনবাবগঞ্জ সদর পৌর এলাকার বেলেপুকুর মহল্লার রেজাউল করিমের ছেলে। 

প্রেস ব্রিফিংয়ে ওসি বাবুল উদ্দীন সরদার জানান, ‘গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলার নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে বিকাশের টাকা তোলা নিয়ে বিকাশ এজেন্টের মালিক সোহানের সাথে ওই কলেজ শিক্ষার্থীর ঝামেলা হয়। এক পর্যায়ে ওই শিক্ষার্থী বিকাশের দোকান থেকে চলে গেলে; পরে সোহান ওই শিক্ষার্থীকে রাস্তা থেকে ধরে নিয়ে এসে দোকানের খুটির সাথে বেঁধে রাখে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে গতকাল শুক্রবার বিষয়টি পুলিশের নজরে আসে। পরে পুলিশ সুপারের নির্দেশে রাতেই অভিযান চালিয়ে সোহানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।’

ওসি আরও জানায় এ ঘটনায় নাচোল থানায় শিক্ষার্থী বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

আরও দেখুন

দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোট দেওয়ার সুয়োগ করে দিন- দুলু

নিজস্ব প্রতিবেদক,……………… বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, …