বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে কর্মহীন ১ হাজার পরিবারের মাঝে চেয়ারম্যান নজরুলের খাদ্য সামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে কর্মহীন ১ হাজার পরিবারের মাঝে চেয়ারম্যান নজরুলের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে অসহায়-কর্মহীন ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বিনোদপুর ডিগ্রি কলেজ মাঠে জিকে ফাউন্ডেশনের অর্থায়নে তাদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী’লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খাঁন, বিনোদপুর ইউনিয়ন শাখা আওয়ামী’ লীগের সভাপতি দেলওয়ার হোসেন, বিনোদপুর ইউনিয়ন যুব’লীগের সভাপতি শরিফুল ইসলাম ডুডু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ অন্যান্যেরা।

শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, জিকে (গুলনাহার-কশিমুদ্দীন) ফাউন্ডেশন আমার বাবা-মার নামে খোলা হয়েছে। আর এই ফাউন্ডেশনের অর্থায়নে দুযোর্গকালীন সময় কর্মহীন অসহায় মানুষকে সামন্যকিছু দিয়ে আসছে। তাদের পাশে দাড়ানো টায় এই ফাউন্ডেশনের মূললক্ষ।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …