বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে করোনা সনাক্ত রোগীর বাড়িতে ফলের ডালি পৌঁছে দিল মধুমতি

চাঁপাইনবাবগঞ্জে করোনা সনাক্ত রোগীর বাড়িতে ফলের ডালি পৌঁছে দিল মধুমতি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মত নারায়ণগঞ্জ ফেরৎ একজন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। এখবরে চাঁপাইনবাবগঞ্জের তরুন উদ্যোক্তা এবং মধুমতি বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ রানা ফোনে যোগাযোগ করেন রোগীর সাথে। তার চাহিদামত আপেল, কিসমিস, মাল্টা, কমলা, খেজুর, ডিম, বিস্কুট ও হ্যান্ড স্যানিটারিজ সামগ্রী তার বাড়িতে পৌছে দেন।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে চরমোহনপুর দক্ষিণপাড়া গ্রামে তার নিজ বাড়ি দিয়ে আসা হয়।

মাসুদ রানা বলেন, রোগীর বাড়ির সামনে ডালি ভর্তি করে বিভিন্ন ফলসহ খাদ্য সামগ্রী দেয়া হয়। আর রোগীর সাথে ফোনে করোনা ভাইরাসে আতঙ্ক না হয়ে সাহস প্রদান করা হয়। তার চাহিদামত আরো প্রয়োজনীয় খাবার সামগ্রী দেয়ার আশ্বাস প্রদানসহ তার স্বাস্থ্যের খোজ খবর নেয়া হয়। তার পরিবারের সমস্ত খাবারের দায়িত্ব নেয়ার কথা বলেন তিনি।

তিনি আরো জানান, এর আগে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় প্রশাসনের করোনা তহবিলে ৫ লাখ টাকা প্রদান করেন।

উল্লেখ্য গত ১৫ এপ্রিল ট্রাকযোগে নারায়ণগঞ্জ হতে নিজ জেলা প্রবেশ করলে স্থানীয় প্রশাসন তার নমুনা সংগ্রহ করেন পরিক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং গত ২০ এপ্রিল তার করোনা পজেভিট দেয়া দেয়। সে নারায়ণগঞ্জ জজকোর্টের এমএলএসএস পদে চাকুরী করেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …