রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে সচেতনতায় বিএনসিসি’র র‌্যালি অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে সচেতনতায় বিএনসিসি’র র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
মুজিববর্ষ উদযাপন ও করোনা সংক্রমণ রোধে জনসচেতনতামূলক এবং মাস্ক, লিফলেট বিতরণ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্ট এর উদ্যোগে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটির শুভ উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ড’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্টের কমান্ডার লে. কর্ণেল ইকবাল হোসেন, ৩১ বিএনসিসি ব্যটালিয়নের কমান্ডার মেজর মহসিন আলী, সেকেন্ড লে. আশরাফুল ইসলামসহ বিএনসিসি’র অন্যান্য কর্মকর্তারা ।

সভায় করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে এখন থেকে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান বক্তারা।

পরে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

আরও দেখুন

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগকর্তৃক গঠিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত

 নিজস্ব প্রতিবেদক: প্রেস বিজ্ঞপ্তি, ৬ অক্টোবর ২০২৪রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় …