রবিবার , এপ্রিল ২৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে করোনা প্রতিরোধে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
করোনা প্রতিরোধ ও সচেতনতায় শহরের বিভিন্ন জায়গায় পুলিশ ও ছাত্রলীগ লিফলেট, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছে।

আজ বুধবার সকাল ১০টার সময় জেলা শহরের কলেজ মোড়, সেন্টু মার্কেট, নিউ মার্কেট ও ক্লাব সুপার মার্কেট শাস্তি মোড়, বিশ্ব রোড মোড় এলাকায় এসব বিতরণ করা হয়।

পুলিশ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে এ লিফটেল বিতরণ ও মাইকিং করা হচ্ছে।

এদিকে জেলা ছাত্রলীগের নিজের তৈরি ১ হাজার হ্যান্ড স্যানিটাইজার, দুই শতাধিক মাস্ক মানুষকে বিতরণ করে। আর সচেতনতায় বিরতরণ করা হয় লিফলেটও।

করোনা ভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ছাত্র লীগের সভাপতি আরিফুর রেজা ইমন।

এ সময় উপস্থিত ছিলেন,জেলা ছাত্র লীগের সভাপতি আরিফুর রেজা ইমন, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ ছাত্র লীগের নেতা-কর্মীরা।

আরও দেখুন

২০১৪ সালে গুম দুই ভাই, মামলা তুলে নিতে বাদীকে হুমকি,বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই ভাই গুমের ঘটনায় বাদীদের মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ …