শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / চাঁপাইনবাবগঞ্জে করোনা ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার দিলেন জেলা স্বাচিপের সভাপতি

চাঁপাইনবাবগঞ্জে করোনা ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার দিলেন জেলা স্বাচিপের সভাপতি

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে নিজস্ব অর্থায়নে দুইটি বড় অক্সিজেন সিলিন্ডার করোনা ওয়ার্ডে দিলেন জেলা স্বাধীন চিকিৎসা পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. গোলাম রাব্বানী।

আজ বুধবার সকালে তত্ত্বাবধায়কের অফিস রুমে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, স্বাচিপের সভাপতি গোলাম রাব্বানীর সহধর্মীনি সেলিনা বিশ্বাস, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুল হক, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাতি রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্মপাদক আরিফুর রেজা ইমন, নাসিং সুপারভাইজার মরিয়ম বেগম, ডা. মাহফুজুর রহমান, ডা. ইসমাইলসহ অন্যরা।

জেলা স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী জানান, করোনায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় হঠাৎ করোনা বৃদ্ধি পাওয়ায় অক্সিজেন সংকট দেখা দেয়। গত কদিন ধরে হাসপাতালের করোনা ওয়ার্ডে অক্সিজেন সংকট। করোনা রোগীদের কথাভেবেই আমি আর আমার স্ত্রী সিদ্ধান্ত নি যে করোনা ওয়ার্ডের জন্য বড় দুই অক্সিজেন সিলিন্ডার প্রদান করবো। তারই অংশ হিসেবে নিজেদের অর্থায়নের এই অক্সিজেন দেয়া হলো। তিনি আরো জানান, করোনা রোগীদের পাশে সকলকে থাকা প্রয়োজন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …