রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / চাঁপাইনবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এনামুল হক নামে ৮০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৯ টার দিকে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ও করোনা আইসোলেশন ওয়ার্ডের প্রধান সম্বনয়ক ডা. নাহিদ ইসলাম মুন।    

এনামুল হকের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর দক্ষিণ পাড়া গ্রামে। 

ডা. নাহিদ ইসলাম মুন জানান, তিনদিন আগে হাসপাতালে সিওপিজি রোগী হিসেবে এনামূল হককে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। এ সময় তার জ্বর ও হালকা শ্বাসকষ্ট ছিল। পরে সন্দেহ হলে মেডিসিন ওর্য়াড থেকে গতকাল দুপুরে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে  স্থানান্তর করা হয়। আজ সোমবার রাত সাড়ে আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়। তিনি আরও জানান, সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলায় গত ঘন্টায় নতুন করে আরো ২৬ জনের শরীরের করোনা সনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২৫ জন। যার মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন ৯৩ জন।

আরও দেখুন

কাঙ্খিত বিজয়কে পদদলিত করেছে ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিসী

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,,,,,,,,যে আশা নিয়ে বা প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল সেই কাঙ্ক্ষিত বিজয় …