শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে করোনায় প্রাণ গেলে ইসমাইল হোসেনের

চাঁপাইনবাবগঞ্জে করোনায় প্রাণ গেলে ইসমাইল হোসেনের

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের লাখেরাজপাড়া মহল্লার ইসমাইল হোসেন (৭৩) করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। আজ বুধবার রাত ৮ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে মারা যায়। ইসমাইল হোসেন লাখেরাজপাড়ার মহল্লার মৃত ইয়াসিন মোল্লার ছেলে। তিনি পেশায় একজন চাউল ব্যবসায়ী ছিলেন।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, চাউল ব্যবসায়ী ইসমাইল হোসেন গত ২০ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরে ২৭ জুলাই তার শরীরে করোনা শনাক্ত হয়। করোনা শনাক্ত হওয়ার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার রাত ৮ টার দিকে তিনি হাসপাতালের করোনা ওয়ার্ডেই মারা যান। তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার দাফনের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, চাঁপাইনবাববাবগঞ্জ জেলায় করোনা আক্রান্ত এখন পর্যন্ত ৬ জনের মৃৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টার চাঁপাইনবাবগঞ্জে নতুর করে আরো ২৯ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা রোগীর সংখ্যা ৪৪৮ জন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …