নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
কমিউনিটি পুলিশিং এর মূলমত্র শান্তি শৃংখলা সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়।
সকালে বেলুন ও কবুতর উড়িয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাবে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একে এম গালিভ খাঁন, অতিরিক্তি পুলিশ সুপার ফজল-ই-খুদা, পৌর মেয়র মোখলেসুর রহমান, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুন্ডু, স্বাচিপের জেলা সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক আরিফুর রহমান ইমনসহ পুলিশ অন্য কর্মকর্তারা।