নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্দ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে কমিউনিটি পুলিশিং এর ওর্য়াড কমিটি, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
পরে টাউন ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিত অনুষ্ঠিত হয়। জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র নজরুল ইসলাম, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব সামিউল হক লিটন, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
আলোচনা সভায় বক্তব্যরা বলেন, কমিউনিটি পুলিশ সমাজ থেকে বাল্য বিবাহ, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জঙ্গী বিরোধী কার্যাক্রম পরিচালিত হয়ে আসছে।
পরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …