মঙ্গলবার , জানুয়ারি ১৪ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে কবুতরের কারণে প্রাণ গেল বৃদ্ধের

চাঁপাইনবাবগঞ্জে কবুতরের কারণে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে কবুতর নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বের জেরে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ শনিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার বাবুডাইং নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সূর্যনারায়নপুর চটিগ্রাম নতুনপাড়ার মৃত মহুর আলী বিশ্বাসের ছেলে সাজেমান মন্ডল (৮০)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, কবুতর বিক্রিকে কেন্দ্র করে স্থানীয় নারায়নপুর ও সূর্যনারায়নপুর গ্রামের দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ শনিবার রাত ৮ টার দিকে উভয় পক্ষ ইটপাটকেল নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এসময় ইটের আঘাতে সাজেমান মন্ডল ঘটনাস্থলে মারা যায়।

ওসি জিয়াউর রহমান আরও জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে ঘটনার তদন্তে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

তারুণ্যের উৎসবে লোকনাট্য সমারোহে জনপ্রিয় লোকনাট্য আলকাপ গান মঞ্চস্থ॥ শিল্পীদের দূর্দশা কাটেনি

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,‘আলকাপ’ মূলতঃ অবিভক্ত বঙ্গদেশের লোকসংগীত। অবিভক্ত মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব এ লোকসংগীতের চর্চা …