শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টার দিকে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য আব্দুল ওদুদ ও নারী সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসিসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক একেএম গালিভ খান রাষ্ট্রীয়ভাবে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে বঙ্গবন্ধু মঞ্চে ৭ই মার্চ এর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে মুক্তিযোদ্ধা সংসদ, নবাবগঞ্জ সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনসহ বিভিন্ন স্কুল কলেজ ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …