নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় একযুগ পর প্রকাশ্যে জনসভা করেছে বিএনপি। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যার আগে মেঘলা আবহাওয়ার মধ্যে শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক কলেজ মাঠে এই সভার আয়োজন করে মনাকষা ইউনিয়ন বিএনপি।
জনসভায় মাইনুদ্দীন আহমেদ গেদু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক জিএস মোঃ জার্জিস আলী, মিজানুর রহমান মিজান,শহিদুল হক হায়দারসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভায় আওয়ামী লীগের দুঃশাসনে প্রায় একযুগ বিএনপি প্রকাশ্যে জনসভা করতে না পারায় ক্ষোভ প্রকাশ করা হয়। জনসভায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের তুণমূলের নারী-পুরুষ নেতাকর্মীরা অংশ নেন।