বৃহস্পতিবার , জানুয়ারি ২ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম করোনা রোগীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম করোনা রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নেসকো বিদ্যুৎ অফিসের সিনিয়র হিসাবরক্ষক আতাউর রহমান করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে। চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারে মতো করোনার আক্রান্ত হয়েছে বরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী।

মৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দাউদপুর মহল্লার মৃত. কাজী মজির উদ্দিনের ছেলে মোঃ আতাউর রহমান (৫৩)।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী জানান, আতাউর রহমানের কয়েকদিন আগে করোনা পজিটিভ রিপোর্ট আসলে তিনি শহরের বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তার শ্বাসকষ্ট বেশী হলে গত ৪ দিন আগে (মঙ্গলবার) তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। পরে রাত ২ টার দিকে মারা যায়।

তিনি আরো জানান, করোনার নিয়ম মেনে নওগাঁ জেলার পোরশা উপজেলার তিতারপুর গ্রামের বাড়িতে তার মরদেহের দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এদিকে, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ২৯১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। এপর্যন্ত সুস্থ্য হয়েছে ৯৭ জন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমনের হার বাড়লেও এখনও সাধারণ মানুষ হাট-বাজারে সামাজিক দূরত্ব মানছে না।

আরও দেখুন

বড়াইগ্রামে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের  ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটিতে উপজেলা ছাত্রদলের …