নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,মেয়েদের জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
জেলা সিভিল সার্জন ডা. মোঃ মাহমুদুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁড়াও, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, ডা. রেশমা খাতুনসহ অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনের আগে শিক্ষার্থীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুর রশিদ জানান, জরায়ু মুখ ক্যানসার প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৯০ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদান করা হবে। স্কুল পর্যায়ে ৫ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থী ও স্কুলের বাইরে থাকা ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। এ কর্মসূচি চলছে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।