মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে করণীয়, স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও আগমী ১২ জানুয়ারি আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার (৮ জানুয়ারী) বিকেল ৫ টার দিকে জেলা আওয়ামীলীগের নিজ কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, নৌকা মনোনীত প্রাথী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান,সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রোকন উজ্জামানসহ অন্যরা।  

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, দলীয় মনোনয়ন দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা ঐক্যবন্ধভাবে কাজে করে আগামী ১লা ফেব্রুয়ারী নৌকা প্রতীককে জেতাতে হবে। বিগত দিনে যা কিছু হয়েছে ভুলে গিয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বলেন, আওয়ামীলীগ একটা বড় দল যে কেউ এখানে মনোনয়ন সংগ্রহ করতে পারেন। সেখানে আমিও হলে মনোনয়নপত্র তুললাম। দল যাকে ভাল মনে করেছেন তাকেই  উপনির্বাচনে মনোনয়ন দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নৌকার মাঝি হিসেবে আব্দুল ওদুদকে বেছে নিয়েছে প্রধানমন্ত্রী। আমরা নৌকার পক্ষে কাজ করে নৌকাকে বিজয়ি করবো।

এই সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান বলেন,বিগত ৪ বছর ধরে বিএনপির এমপি থাকায় এ জেলার কোন উন্নয়ন হয়নি। এবার নৌকাকে জিতেয়ে উন্নয়নের ধারা অব্যহত রাখার আহ্বান জানান। সেই সাথে সবাইকে নৌকা প্রতীকে ভোট দিতে বলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ভোটাদের।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …