রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জে উদ্যোগক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে উদ্যোগক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
“তারণ্যের শক্তি- বাংলাদেশের সমৃদ্ধি” এই শ্লেগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে উদ্যোগক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের জেলার উদ্যোগক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিডার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর প্রকল্প পরিচালক আবুল খায়ের হাফিজুল্লাহ্ খান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর প্রশিক্ষণ সমন্বয়কারী এস.এ.এ. শাফী, চেম্বার অব কর্মাসের পরিচালক শহিদুল ইসলাম শহীদ, সিটি ব্যাংকের প্রতিনিধি মোঃ তারেক মাহামুদ, ব্যাংক এশিয়া’র প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ।

সভায় উদ্যোগক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে কিভাবে সফলতা পাওয়া যায় সেবিষয়ে আলোচনা। আর উদ্যোগক্তারা কিভাবে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে সেদিকে গুরুত্ব দেয়া হয়।

মতবিনিময় সভায় ৫৫ জন উদ্যোগক্তা, সরকারি, বেসরকারি কর্মকর্তা অংশ গ্রহণ করে।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …