মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:

মহান একুশের প্রথম প্রহরে চাঁপাইনবাগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের হাজারো মানুষ। নবাবগঞ্জ সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।

এরপর শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জনসহ সরকারি, বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ।   

শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ, পৌর মেয়র মোখলেসুর রহমান, ছাত্রলীগ, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবি সংগঠণসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ ২ সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একতারা শিল্পীগোষ্ঠী ঘন্টাব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করেন।

চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউর রহমান জানান, একুশ মানে চেতনা, এ চেতনা বাঙ্গালী জাতীয়তাবাদের চেতনা, শহীদের প্রতি সম্মান করতেই জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। সেই সমস্ত বীরদের স্বরণ করছে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে। রাত ১২ টা ১ মিনিটে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া শুরু হয়েছে শহীদের স্বরণে।

চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানান, ভাষায় প্রকাশ করা খুবই কঠিন ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তার বিষয়ে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎরয্যসহ বিভিন্ন কর্মসূচীর পালন করা হবে। তিনি আরো বলেন, আজ অনেক ভাল লাগছে যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেন জামায়াত-শিবির তারা আজ  কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার জন্য শহীদ হওয়া শহীদদের সম্মান করেছে।  জামায়াত-শিবির যদি শহীদের প্রতি সম্মান জানিয়ে ফুল দিয়ে থাকেন তাহলে তাদের ধন্যবাদ ও স্বাগতম।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …