শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুই ভাই আটক

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুই ভাই আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে এলাকা থেকে ১টি বিদেশী (আমেরিকা) পিস্তুল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলিসহ আপন দুই ভাইকে আটক করেছে বিজিবি ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা।

আজ শুক্রবার ভোর ৫ টার দিকে সোনামসজিদ কয়লাবাড়ি সীমান্তের মেইন পিলার ১৮৪/৩ এর ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ দুই ভাইকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ইউনিয়নের কয়লাবাড়ি গ্রামের মোরশেদ আলীর দুই ছেলে শহিদুল ইসলাম (৩০) ও দেলোয়ার হোসেন (২৫)।

বিজিবি ৫৯ (রহনপুর)ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আজ শুক্রবার ভোরের দিকে সোনামসজিদ সীমান্তের কয়লাবাড়ি এলাকায় বিদেশী অস্ত্র চোরাচালান হবে। গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ সীমান্তের মেইন পিলার ১৮৪/৩ এর ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমার নেতৃত্বে একটি বিশেষ টহল টিম জোরদার করা হয়। পরে ভোর ৫ টার দিকে আপন দুই ভাই শহিদুল ইসলাম ও দেলোয়ার হোসেনের নিজ বাড়িতে অস্ত্র চোরাচালানের সময়ে তাদের চ্যালেঞ্জ করলে ১টি বিদেশী (আমেরিকা) পিস্তুল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলিসহ তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়।

তিনি আরো জানান, আপন দুই ভাইকে প্রাথমিকভাকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনা করে আসছে। এর সাথে কারা কারা আরো জড়িত রয়েছে সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *