শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ অস্ত্রব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ অস্ত্রব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে ৩টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান স্যুটারগান, ৭ রাউন্ডগুলি ও ৩টি ম্যাগাজিনসহ অস্ত্র ব্যবসায়ী আব্দুস সামাদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গতকাল সোমবার সন্ধ্যায় জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা এলাকায় একটি ইজিবাইকে তল্লাশী চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় অস্ত্র বহনকারী ইজিবাইকটি।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী গোমস্তাপুর উপজেলার দোশীমানি কাঁঠালপাড়া এলাকার মৃত. শুকুদ্দির ছেলে আব্দুস সামাদ (৩২)।

চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডার স্বজল কুমার সরকার রাতে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল গোমস্তাপুর-কানসাটগামী রাস্তার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। সন্ধ্যায় চৌডালা এলাকার একটি ভাতের হোটেলের সামনে দুইজন লোকের উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক হলে তাদের চ্যালেঞ্জ করে র‌্যাবের সদস্যরা। এ সময় একজন পালিয়ে গেলেও আব্দুস সমাদকে ইজিবাইকসহ র‌্যাব সদস্যরা আটক করে। পরে ওই ইজিবাইকের চালকের সিটের বামপাশে পেয়ারাসহ একটি ক্যারেটের ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায় আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …