নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের পিরোজপুর সোনামসজিদ এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ ১ যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে রাজশাহী সিপিসি-১ ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল আগ্নেয়াস্ত্রসহ ১ যুবককে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত যুবক হলো, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চর ধরমপুর গ্রামের মো. সাদিকুল ইসলামের ছেলে মো. রহমত আলী (১৬)।চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অধিনায়ক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের পূর্বপাশের পুকুর সংলগ্ন পিরোজপুর গ্রামের একটি আমবাগানের ভেতরে অস্ত্র বেচাকেনা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এই সময় ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ রহমত আলীকে হাতেনাতে গ্রেফতার করা।এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুন
কাঙ্খিত বিজয়কে পদদলিত করেছে ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিসী
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ,,,,,,,,,,,,,,,,,,যে আশা নিয়ে বা প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল সেই কাঙ্ক্ষিত বিজয় …