সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জে কয়লাবাড়ীর একটি ট্রাক টারমিনাল থেকে দুইটি পিস্তল,তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আজ বুবধার গভীর রাতে কয়লাবাড়ী এলাকার ট্রাক টারমিনালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলো শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সালামপুর গ্রামের গাজলুর রহমানের ছেলে আব্দুর রহিম (৩৩)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসেন জানান, ট্রাক টারমিনালে কয়েক জনের উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করলে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই আবদু রহিম  নামের একজনকে আটক করে। ঘটনাস্থলে তার শরীর তল্লাশি করে দুইটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …