বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ মুক্তিযোদ্ধা নসুমুদ্দীন প্রধানমন্ত্রীর বাড়ি পেলো

চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ মুক্তিযোদ্ধা নসুমুদ্দীন প্রধানমন্ত্রীর বাড়ি পেলো

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে দিনমজুর অসুস্থ মুক্তিযোদ্ধা নসিমুদ্দিন নসু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে একটি বাড়ি ও নগদ টাকা পেলেন। প্রধানমন্ত্রী পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ তাঁর হাতে বাড়ির চাবি তুলে দেন।

আজ শুক্রবার দুপুরে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বাগামারা গ্রামের বাড়ির হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, চৌডালা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম।

দিনমজুর অসুস্থ মুক্তিযোদ্ধা নসিমুদ্দিন নসু জানান, প্রধানমন্ত্রী উপহার পেয়ে খুশি এবং আনন্দিত। আমি কখনই ভাবিনি যে প্রধানমন্ত্রী উপহার পাবেন।

আর জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, মুক্তিযোদ্ধা নসিমুদ্দীন নসুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষ থেকে গৃহ ও নগদ টাকা তার হাতে তুলে দেয়া হয়। আগামীতে তার তিন ছেলেকেও বাড়ি প্রদান করা হবে।

তিনি আরো জানান, জেলার ৫টি উপজেলায় ১,৩১৯টি বাড়ি নিমার্ণ করা হয়েছে। তার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১৩০টি, শিবগঞ্জ উপজেলায় ৭৩৭টি, গোমস্তাপুর উপজেলায় ৯৫টি, নাচোল উপজেলায় ২০০টি এবং ভোলাহাট উপজেলায় ১৫৭টি। 

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …