শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে জোরপূর্বক সম্পত্তি দখল ও গাছ কর্তনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে জোরপূর্বক সম্পত্তি দখল ও গাছ কর্তনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ তরিকুল ইসলাম অবৈধভাবে জোরপূর্বক সম্পত্তি দখল ও গাছ কর্তনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে চাঁপাই মডেল প্রেসক্লাবে ভুক্তভোগীর পরিবার এ সংবাদ সম্মেলন করে।এসময় উপস্থিত ভুক্তভোগী মজিবুর রহমান, তার স্ত্রী মুক্তারা বেগম, ছেলে পলাশ ও ফিরোজ, পরিবেশী সুমাইয়া খাতুন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ভোগদখলীয় সম্পত্তি তরিকুল ইসলাম জোরপূর্বক সাড়ে ৪ কাঠা মাটি দখল ও জমিতে থাকা ১১ টি বড় বড় আম গাছ কর্তন করেন। যা সম্পূর্ণ অবৈধ ও জোরপূর্বক। তরিকুল ইসলামের প্রায় ১২/১৪ জনের একটি ভাড়াটিয়া সস্ত্রাসী বাহিনী প্রকৃত জমি মালিক মজিবুর রহমানকে মারধর করে জোরপূর্বক জমি দখল করে গাছ কর্তন করেন। ভুক্তভোগি মজিবুর রহমান নাচোল থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি।

এদিকে মজিবুর রহমান শাসসুল আলমের কাছ থেকে ২০০০ সালে মানিকরা মৌজার ৫৯ নং দাগে সাড়ে ৪ কাঠা জমি ক্রয় করেন। 

আরও দেখুন

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …