শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ৬ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ৬ জন প্রার্থীর প্রার্থীতা বাতিল

নিজস্ব প্রতিবেদক ,চাঁপাইনবাবগঞ্জ:

স্বতন্ত্র প্রার্থীতার ক্ষেত্রে শতকরা একভাগ ভোটারের স্বাক্ষরে মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলামের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া কাগজপত্রে ক্রটি থাকায় অন্য আর এক স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে কাগজ ক্রটি থাকায় জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ মানিকের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: গোলাম রাব্বানী শতকরা একভাগ ভোটারের স্বাক্ষরে মিল না থাকায় প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল ব্যাংকে ঋন খেলাফী অন্য দিকে এনপিপি প্রার্থী নাহিদ ইসলাম সম্পদের তথ্য দিতে না পারায় প্রার্থীতা বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খান। 

আজ রবিবার মনোনয়নপত্র যাচাই বাঁছাই তাদের প্রার্থীর প্রার্থীতা বাতিল ঘোষনা করা হয়। এই তিনটি আসনে ২৩ জন মনোনয়নপত্র জমা দিলে এর মধ্যে থেকে ৬ জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …