সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিত করার নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিত করার নির্দেশ দেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম। গতকাল (২২.০৯.১৯) রবিবার সদ্ধ্যায় কিরণগঞ্জ সীমান্তে জনগণকে অপরাধ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং নারী-শিশু পাচার রোধে সচেতনতামুলক মতবিনিয়ম সভায় এসব বলেন। 

এসময় তিনি আরো বলেন, সীমান্তে গুটিকয়েক মানুষ মাদকসহ বিভিন্ন চোরাচালানের সাথে জড়িত, তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। সীমান্তে বিএসএফ কর্তৃক জনগণ যেন গুলির মধ্যে না পড়ে, সেজন্য সীমান্তরেখা অতিক্রম না করার পরামর্শ দেন। দেশে যেন আর মাদক না আসে। সেক্ষেত্রে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তবেই, সম্মিলিত প্রয়াসে চোরাচালান বন্ধ করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম, বিনোদপুর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক এলাকার গণমান্য ব্যক্তিরা।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …