রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত ব্যবস্থাপনা পরিদর্শনে ভারতের ১৪ সাংবাদিক

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত ব্যবস্থাপনা পরিদর্শনে ভারতের ১৪ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করে গেলেন ভারতীয় সাংবাদিকের একটি প্রতিনিধি দল। দুই দেশের সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির তত্ত্বাবধানে বাংলাদেশে আসেন ভারতীয় সাংবাদিকের ওই দলটি।

ওই দলে টাইমস নেটওয়ার্ক, নিউজ এইটিন, এএনআই, দূরদর্শনসহ সর্বভারতীয় গণমাধ্যমের ১৪ জন সাংবাদিক ছিলেন। সঙ্গে ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের জনসংযোগ কর্মকর্তা সুভেন্দু ভার্দওয়াজ।

সাংবাদিক দলটি প্রথমে ঐতিহাসিক ছোট সোনামসজিদ পরিদর্শন করেন। পরে তারা ভারত বাংলাদেশ সীমানার শুন্যরেখায় যান। সেখানে ভারত-বাংলাদেশ যাতায়াতকারী ও স্থানীয়দের সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন।

ভারতীয় সাংবাদিক প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানান, ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান। তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের সাতজনের একটি প্রতিনিধি দল।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …