সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের শ্যামপুরে শ্বাসকষ্টে মৃত শিশু করোনামুক্ত

চাঁপাইনবাবগঞ্জের শ্যামপুরে শ্বাসকষ্টে মৃত শিশু করোনামুক্ত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর বাঘারপাড়া গ্রামে জ্বর সর্দি ও শ্বাসকষ্টে মৃত শিশু সিরাজ করোনামুক্ত রিপোর্ট এসেছে। মৃত্যু শিশুর সাথে আরো ৭ জনের করোনাভাইরাস পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন বলেন, গত রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৮ দিকে জ্বর সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে শিশু সিরাজের মৃত্যু হলে তার নমুনা সংগ্রহ করা হয়। করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিরিক্ষা শেষ শিশুটি করোনা নেভেটিভ রিপোর্ট পাওয়া যায়।

তিনি আরো বলেন,  চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এখন পর্যন্ত ৮৩ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাইরোলজি বিভাগে পাঠানো হয়। এর মধ্যে আজ শুক্রবার (১৭ এপ্রিল) ২৬ জনের নমুনায় নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। আর ৫৭ জনের রিপোর্ট পেন্ডিং রয়েছে বলেও জানান তিনি।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …