মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিল থেকে নারীর মস্তকবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিল থেকে নারীর মস্তকবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রাঙামাটিয়া বিল থেকে শ্যামলী ওরফে কাদলি (৪৫) নামে এক নারীর মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামের মৃত এন্তাজ আলীর মেয়ে শ্যামলী বেগম (৪৫)। প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে তালাক হয়ে গেলে বাবার বাড়িতেই থাকতেন তিনি।

ভোলাহাট থানার ওসি মাহবুব রহমান জানান, শ্যামলী গতকাল সোমবার বেলা ১১ টার দিকে রাঙামাটিয়া বিলে ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপরে আর বাড়ি না ফিরলে স্বজনরা তাকে খোঁজাখুজি শুরু করেন। কিন্তু অনেক রাত পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি। আজ মঙ্গলবার সকালে বিলে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, শ্যামলীকে জবাই করে হত্যা করা হয়েছে। তার দেহ ও মাথা আলাদা আলাদা স্থানে পড়ে ছিলো। তবে কে বা কারা কেনো শ্যামলীকে হত্যা করেছে তা নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শ্যামলীর মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …