শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অস্ত্রসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অস্ত্রসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড় জামবাড়িয়া এলাকা থেকে ১টি বিদেশী পিস্তুল ও ১টি ম্যাগজিনসহ এক অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বড় জামবাড়িয়া এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত ব্যক্তি হলো ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড় জামবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের মোঃ আফজাল হোসেন সরদারের ছেলে আতিকুর রহমান আতিক (৩৮)।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় দিকে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড় জামবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আতিকুরকে হাতে-নাতে আটক করা হয়।

এ ব্যাপারে ভোলাহাট থানায় মামলা দায়েরের পর আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে সোপর্দ করা হয়।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …