মঙ্গলবার , ডিসেম্বর ৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ মদ জব্দ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্তে আগ্নেয়াস্ত্রসহ মদ জব্দ করেছে বিজিবি

  নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্ত হতে ভারতীয় একটি পিস্তুল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। 

বৃহস্পতিবার মধ্যরাত ৩টার দিকে ফতেপুর সীমান্তের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নেন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান।

তিনি জানা প্রতিদিনের মত শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১০/২-এস নিকট দিয়ে ২ জন ব্যক্তিকে ১টি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি। একপর্যায়ে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে কাঁটাতার বিহীন অংশ দিয়ে ভারতে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ১টি বিদেশী পিস্তুল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এসব অবৈধ অস্ত্র ও মদ শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে। এটার সাথে জড়িতদের খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান আরো জানান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ৫৩ বিজিবির সীমান্ত এলাকায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সকল ধরণের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

আরও দেখুন

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

নিজস্ব প্রতিবেদক রাজশাহী,,,,,,,,,,,,,,,,,রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম …