মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে সদর উপজেলার কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার এসআই আবু আহসান রাশেল। 

মৃত ওই দুই শিশু সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা বিশ্বাসপাড়া গ্রামের ইয়াসিন আলীর মেয়ে সপ্তম শ্রেনীর ছাত্রী সোনিয়া (১৩) ও বাখের আলী গ্রামের রবিউল ইসলামের মেয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী জোহারা খাতুন (১২)।  

সদর মডেল থানার এসআই আবু আহসান রাশেল জানান, দুপুরে প্রতিদিনের মতই বাবলাবোনা বিশ্বাসপাড়া গ্রামের কয়েকজন ছেলে-মেয়ে ৬নং বাঁধ কালিনগর এলাকায় পাগলা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে স্রোতের মুখে জোহরা পানিতে ডুবে যেতে থাকলে, সোনিয়া জোহরাকে উদ্ধার করতে গিয়ে সে নিজেও পানিতে ডুবে যায়। এ সময় অন্যান্যরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

আরও দেখুন

নাটোরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ই- গভন্যাস ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ …