সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এনআরবিসি ব্যাংকের ৭২তম শাখার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এনআরবিসি ব্যাংকের ৭২তম শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে নাচোল, চাঁপাইনবাবগঞ্জের দেওয়ান টাওয়ারে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার প্রধান অতিথি হিসেবে ৭২তম শাখার কার্যক্রমের উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান জনাব এস এম পারভেজ তমাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাচোল পৌরসভার মেয়র জনাব মো. আব্দুর রশিদ, এনআরবিসি ব্যাংকের সম্মানিত পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম মিয়া আরজু ও পরিচালক ড. নুরুন নবী।
প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান জনাব পারভেজ তমাল বলেন, শুরু থেকেই নিত্য-নতুন প্রযুক্তির মাধ্যমে এনআরবিসি ব্যাংক গ্রাহককে স্বচ্ছতার সাথে কার্যকর সেবা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকারের বেশ কয়েকটি সেবামূলক কাজের অংশিদার হয়ে এনআরবিসি ব্যাংক কাজ করছে। এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নয়নে এনআরবিসি ব্যাংক পাশে থাকবে বলে প্রতিশ্রæতি দেন তিনি। এনআরবিসি ব্যাংক চেয়ারম্যান বলেন, কৃষি নির্ভর এই জেলার কৃষিশিল্প বিকাশেও তাঁর ব্যাংক কাজ করবে।
অনুষ্ঠানে ব্যাংকের সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মেজর (অব:) পারভেজ হোসেন , রাজশাহী শাখার ব্যবস্থাপক জনাব জনাব মো. নরুল হাবিব, নাচোল শাখার ব্যবস্থাপক জনাব মো. কবির উদ্দিনসহ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া, এনআরবিসি প্লানেট অ্যাপ ব্যবহার করে গ্রাহক সহজেই যেকোন বিকাশ নম্বরে টাকা পাঠাতে পারবেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …