বৃহস্পতিবার , এপ্রিল ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
ভর্তুকি কমানো নয়, দুর্নীতি-লুটপাট বন্ধ করো, জ্বালানি খাতের ভুলনীতি, লুটপাটের দায় জনগণের উপর চাপানো চলবে না ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালন করেছে জাসদ।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা জাসদের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জাসদ সদর উপজলোর সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, জেলা যুবজোটের সভাপতি তরিকুল ইসলাম, জেলা শ্রমিক জোটের আহ্বায়ক সাজেমান হক, কৃষক জোটের সভাপতি আবু সাঈদ, জাসদ ছাত্রলীগের সভাপতি শামিম হোসেন, ছাত্র নেতা মোজাহিদসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ভর্তুকি কমানো নয়, দুর্নীতি-লুটপাট বন্ধ করো, জ্বালানি খাতের ভুলনীতি, লুটপাটের দায় জনগণের উপর চাপানো চলবে না ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেন। তা হলে আগামীতে কঠোর কর্মসূচীর ঘোষনা দেওয়া হয় মাববন্ধনে।

আরও দেখুন

অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে ভুয়া নিয়োগের অভিযোগে  আনোয়ার হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে …