বুধবার , জানুয়ারি ৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক করোনা ভাইরাসের টিকা নিয়ে টিকার শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক করোনা ভাইরাসের টিকা নিয়ে টিকার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জের আধুনিক সদর হাসপাতালসহ ৫ টি উপজেলায় এক যোগে কোভিন-১৯ এর করোনা ভাইরাসের টিকা প্রদানে শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০ টার দিকে হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল হাফিজ প্রথম এই টিকা গ্রহণ করে শুভ উদ্বোধন করেন। পরে টিকা নেন সিভিল সার্জন ডা. জাহিদ নজরুর চৌধুরী। পর্যায়ক্রমে টিকা নেন হাসপাতালে ডাক্তার নার্সসহ গণমাধ্যম কর্মীরা।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, করোনা ভাইরাসের প্রথম টিকা গ্রহণ করি। এটাতে কোন ধরণের সমস্যা হয়নি। আর কোন ধরণের শরীরের প্রতিক্রিয়া দেখা দেইনি। তিনি জেলাবাসীর উদ্দেশ্যে করে বলেন সবাই যেন টিকা গ্রহণ করেন। 

সিভিল সার্জন জাহিদ নজরুর ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজলোর ১১৬ জনকে করোনা ভাইরাসের প্রথম টিকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে সবাইকে টিকা প্রদান করা হবে।

জেলার সদর উপজেলায় ৮ টি, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর এবং ভোলাহাট উপজেলায় ৩ টি করে ১২ টি কেন্দ্রসহ মোট ২০ টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি শুরু হয়েছে। প্রতিটি টিকা কেন্দ্রের বুথে দুইজন টিকাদানকারী নার্স এবং চারজন স্বেচ্ছাসেবী কাজ করবে। এ পর্যন্ত ২ হাজার ৩’শ ৬৩ জন টিকা নেয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছে।

এসময় উপস্থিত ছিলেন, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাও, স্বাচিপের সভাপতি ডাঃ গোলাম রাব্বানী, আবাসিক মেডিকেল অফিসার নাদিম সরকার, আওয়ামীলীগের সিনিয়র সভাপতি রুহুল আমিনসহ অন্যান্যে কর্মকর্তারা।

আরও দেখুন

সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …