রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জের জমিনপুর সীমান্তে  বিদেশি পিস্তল ও গুলিসহ এক চোরাকারবারি আটক 

চাঁপাইনবাবগঞ্জের জমিনপুর সীমান্তে  বিদেশি পিস্তল ও গুলিসহ এক চোরাকারবারি আটক 

নিজস্ব প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের জমিনপুর সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি সহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি ৫৯ ব্যাটালিয়ন।রোববার বিকালে শিবগঞ্জ উপজেলার জমিনপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. রূপচাঁন রনি (৩৫)। 

আজ সোমবার দুপুরে ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেন। 

তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রোববার বিকেলে জমিনপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে রনি। ধাওয়া করে ধরার পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল দুটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। 

রনি তিনটি বিওপির তালিকাভূক্ত চোরাকারবারি উল্লেখ করে বিজিবি অধিনায়ক জানান- তাকে ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল বিজিবি। 

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত এক বছরে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ২১টি দেশি-বিদেশি পিস্তল, ৩৭৯ রাউন্ড গুলি সহ ১২ জনকে আটক করা হয়েছে বলেও জানান অধিনায়ক।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …