শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় পদ্মার ভাঙ্গন পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের য্গ্মু সচিব

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় পদ্মার ভাঙ্গন পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রণালয়ের য্গ্মু সচিব

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ
বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের য্গ্মু সচিব মন্টু কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার পদ্মার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

আজ শুক্রবার দুপুরে পদ্মা ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিপূর্বে আলাতুলি প্রকল্প  গ্রহণ করা হয়। এ প্রকল্পের পরপরই চরবাগডাঙ্গা প্রকল্প গ্রহণ করা হয়েছে। বন্যার সময় নদী ভাঙ্গনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্থ হয়ে আসছে।

চরবাগডাঙ্গা ও আলাতুলি ইউনিয়নের বাকি অংশ ৬.১ কিলোমিটার ভাঙ্গন কবলিত এলাকা। আগামী মঙ্গলবার একনেকে চরবাগডাঙ্গার এ প্রকল্পটি অনুমোদনের জন্য উত্থাপিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জের প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে বর্তমান সরকার জনগণের সরকার, নিশ্চয়ই এ প্রকল্পটি অনুমোদিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক থাকায় এ প্রকল্পটি অনুমোদন করবেন বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, অতি দ্রুত সময়ে প্রকল্পটি বাস্তবায়ন করে জনগণের জানমাল রক্ষা হবে। 

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ বলেন, চরাঞ্চলবেষ্টিত ৭টি ইউনিয়ন অনেক অবহেলিত ছিল, আ.লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই ঐকান্তিক প্রচেষ্টায় চরাঞ্চলের উন্নয়ন হয়েছে। সুন্দরপুর ইউনিয়নের কালিনগর থেকে চরবাগডাঙ্গা পর্যন্ত ১২ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। পরে, আলাতুলি রক্ষার জন্য সরকার সাড়ে ৩’শ কোটি টাকা ব্যয়ে আরেকটি বাঁধ নির্মাণ করা হয়। অনেক চেষ্টার ফসল হিসেবে আগামী মঙ্গলবার চরবাগডাঙ্গা প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য উত্থাপিত হবে।

এসময়, রাজশাহী পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ আমিরুল হক ভূঞা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, জেলা পরিষদ সদস্য মোঃ রফিকুল ইসলাম, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শাহিদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …