বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি নেতার হাসুয়ার কোপে ছাত্রলীগ নেতা গুরুতর আহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি নেতার হাসুয়ার কোপে ছাত্রলীগ নেতা গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ীতে বিএনপি নেতার হাসুয়ার কোপে এক ছাত্রলীগ নেতা গুরুতর আহত হয়েছে। হাসুয়ার কোপে সুমন নামে ওই ছাত্রলীগ নেতার হাতের কব্জির রগ কেটে গুরুতর আহত হয়। আহত আতিকুর রহমান সুমন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সুমন বাড়ী থেকে বেরিয়ে স্থানীয় তেলীপাড়া বাজারে যাওয়ার সময় বিএনপি নেতা জান্নাতুল ইসলাম জিম এর মোটরসাইকেলে ধাক্কা লাগে। এঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে হাসুয়া দিয়ে কোপ দিলে বাম হাতের কব্জি রগ কেটে গুরুতর জখম হয়। জান্নতুল ইসলাম জিম বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলামের ভাতিজা।

স্থানীয়রা জানায়, রাজনৈতিক কোন্দলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। বর্তমানে গুরুতর আহত আতিকুর রহমান সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁপইনবাবগঞ্জ জেলার ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফুর রেজা ইমন জানান, যখন চাঁপাইনবাবগঞ্জে শাস্তিপূণভাবে সাধারণ জনগণ চালাচল করছে তখন জামাত-বিএনপির লোকেরা অশাস্তি সৃষ্টি করার জন্য মুলত সুমনের বাম হাতের কব্জির রগ কেটেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবি করেন। আর এর প্রতিবাদে আগামীকাল বুধবার বিক্ষোভ মিছিল করবে জেলা উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা।

গোমস্তাপুর থানার ওসি দীলিপ কুমার দাস জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত জান্নাতুল ইসলাম জিম পলাতক রয়েছে। তাকে আটক করতে অভিযান চালাচ্ছি। রিপোট লেখা পর্যন্ত এঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …