বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টরের ধাক্কায় ৩ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টরের ধাক্কায় ৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, চাপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টরের ধাক্কায় আপন দুই ভাইসহ তিন জন নিহত হয়েছে। তারা তিনজনের মধ্যে দুইজন সাইকেল আরোহী ও একজন মটর সাইকেল আরোহী ছিলেন।

আজ সোমবার বিকেল ৫ টার দিকে গোমস্তাপুর-কানসাট আঞ্চলিক মহাসড়কের চৌডালা মাদ্রাসা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভোলাহাট উপজেলার জামবারিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহেল (২৪) ও গোমস্তাপুর উপজেলার চৌডালা বাজারের আমজাদ হোসেনের দুই ছেলে জামিল (১৫) এবং কামিল (১৪)।

গোমস্তাপুর শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে চৌডালা মাদ্রাসা বাজার এলাকায় একটি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলে তিনজন মারা যায়। তাদের মধ্যে দুইজনই আপন ভাই ছিলেন। এঘটনায় ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়। এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

এদিকে দুপুরে সত্রাজিদপুর এলাকায় ট্রলির সাথে সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (৪৪) নিহত হয়।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …