শনিবার , এপ্রিল ২৬ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাবর কলেজের সামনে ট্রাক চাপায় এক মহিলাসহ ২ জন নিহত হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারী) বুধবার সন্ধ্যার দিকে রহনপুর-আড্ডা আঞ্চলিক মহা সড়কের সোনাবর কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের দুবইল গ্রামের বাদল আলীর স্ত্রী জাহানারা বেগম (৪০), নওগাঁ নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রাজবংশী গ্রামের একরাম আলীর ছেলে আরশাদ আলী (৩৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রহনপুর থেকে আড্ডাগামী একটি দ্রুতগামী ট্রাক একটি ব্যাটারি চালিত ভ্যানকে চাপা দিলে ভ্যানে থাকা জাহানারা ঘটনস্থলে মারা যায়। এ ঘটনয়া অপরজন গুরুত্বর আহত হলে ঘটনাস্থলে থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এদিকে গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান ট্রাকসহ চালক পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশ কাজ করছে।

আরও দেখুন

২০১৪ সালে গুম দুই ভাই, মামলা তুলে নিতে বাদীকে হুমকি,বিক্ষোভ মিছিল 

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই ভাই গুমের ঘটনায় বাদীদের মামলা তুলে নেওয়ার হুমকির প্রতিবাদে বিক্ষোভ …