শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার রহনপুর-আড্ডা মহাসড়কের খোয়াড়মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো নওগাঁ জেলার পোরশা উপজেলার জুয়েল পাইলা গ্রামের আইউব আলীর ছেলে হাবিবুর (৩৮) ও একই এলাকার সাইফুল ইসলামের ছেলে মোজাহার (৩৫)। 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, নওগাঁ দিক থেকে আসা দুই মোটরসাইকেল আরোহী গোমস্তাপুর উপজেলার খোয়াড়মোড় এলাকাায় একটি চাল ভর্তি ট্রাককে ওভারটেক করার সময়, সামনে থেকে আসা একটি পাওয়ার টিলারকে সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এ সময় তাদের ব্যবহৃত মটরসাইকেলটিতে আগুন লেগে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বিকেলে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গোদাগাড়ি এলাকায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-শিক্ষক পরিবারকে নিয়ে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জে বিজিবিতে কর্মরত এক সদস্য ও শিক্ষক পরিবারকে ঘিরে মাদকের সংশ্লিষ্টতার তথ্য প্রচারের …