মঙ্গলবার , এপ্রিল ৮ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে অবৈধ ভারতীয় ৩৩৭টি মোবাইল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে অবৈধ ভারতীয় ৩৩৭টি মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে অবৈধ ভারতীয় ৩৩৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয় (৫৯ বিজিবি)।

আজ সোমবার (১৭ মে) রাত সাড়ে ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত ১৭৯ মেইন পিলার এর কাছ থেকে মালিকবিহীন এই অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আমির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম ও সহকারী পরিচালক হাফিজুর রহমান এর নেতৃত্বে  ৫৯ বিজিবি’র ২টি টহল দল কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় কিরণগঞ্জ সীমান্ত মেইন পিলার ১৭৯ এর গোড়ায় শূন্য লাইনে চোরাকারবারীদের ধাওয়া করলে চোরাকারাবারীরা ৬টি প্যাকেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ওই ৬টি প্যাকেট হতে অবৈধ ভারতীয় বিভিন্ন ধরণের ৩৩৭টি মোবাইল ফোন মালিকবিহীন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭৬ লাখ ৭০ হাজার টাকা।

তিনি আরো জানান, সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডারগার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখবে।

আরও দেখুন

গাজায় গণহত্যার প্রতিবাদে বাউয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন ও নির্মম গণহত্যার প্রতিবাদে ক্লাস বর্জন করে …