বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় ট্রাক্টরের চাপায় প্রাণ গেল এক মাওলানার

চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় ট্রাক্টরের চাপায় প্রাণ গেল এক মাওলানার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জঃ     
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাসস্ট্যান্ড এলাকায় ইট বোঝাই ট্রাকটোরের চাপায় জাহির নামে এক মাওয়ানার প্রাণ গেল সড়কে। পুলিশ ঘনটাস্থল থেকে চালককে আটক করেছে।

আজ রবিবার (৯ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে বাসষ্ট্যান্ড এলাকায় এই দুঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নাচোল উপজেলার লক্ষীপুর এলাকার মৃত মো. মহিদুর আলী মন্ডলের ছেলে মাওলানা আবদুল জাহির (৬৫)।

চাঁপাইবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচাজ (ওসি) জানান, আমনুরা বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তার পারাপারের সময়ে ইট বোঝাই ট্রাকটোরের চাপায় গুরুত্বর আহত হন জাহির। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান মাওলানা জাহির।

এঘটনায় ট্রাকটোর চালককে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি-শিক্ষক পরিবারকে নিয়ে মাদক সংশ্লিষ্টতার তথ্য প্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জে বিজিবিতে কর্মরত এক সদস্য ও শিক্ষক পরিবারকে ঘিরে মাদকের সংশ্লিষ্টতার তথ্য প্রচারের …