রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জের অধিগ্রহণকৃত স্থাপনা অপসারণ কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের অধিগ্রহণকৃত স্থাপনা অপসারণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে সড়ক প্রসস্ত করতে রাস্তার অধিগ্রহণকৃত স্থাপনা অপসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিইডি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে ‘মহানন্দা নদীর শেখ হাসিনা সেতুর সাথে সংযোগ সড়ক নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ঝিলিম রাস্তা ও করনেশন রাস্তার অধিগ্রহণকৃত স্থাপনা অপসারণ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রমানিক প্রাং, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ পলাশ প্রমূখ।

সড়ক প্রসস্ত করতে রাস্তার অধিগ্রহণকৃত স্থাপনা অপসারণ কাজের জন্য ৫৬ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ৭৪৭ টাকার সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছে এবং ৯ কোটি ৩১ লাখ ২১ হাজার ১৫৫ টাকা ব্যয়ে রাস্তা ড্রেন ও পানির পাইপ লাইন স্থাপন কাজের টেন্ডার ইতিমধ্যে আহবান করা হয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …